Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহঃ-

 

ক্রঃ নং

মাসের নাম

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত সমূহ

০১

নভেম্বর/২০১২

ট্যাক্স আদায় প্রসঙ্গে।

অনেক দিন যাবৎ ট্যাক্স আদায় না হওয়ায় ইউনিয়ন পরিষদের পারফরমেন্স কমে যাচ্ছে। তাই যারা ইউনিয়ন পরিষদ থেকে সুযোগ সুবিধা ভোগ করেন, তাদের নিকট থেকে ট্যাক্স আদায় করতে হবে। এই মর্মে সদস্যবৃন্দ উপরোক্ত সিদ্ধান্তে উপনীত হন।

০২

ডিসেম্বর/২০১২

২০১৩-১৪ অর্থ বছরের ভি.জি.ডি কর্মসূচীর প্রস্ত্ততি মূলক আলোচনা প্রসঙ্গে।

অত্র ইউনিয়নে ২০১২-১৩ চক্রের ভি.জি.ডি এর নতুন তালিকা প্রণয়ন করার জন্য চেয়ারম্যান মহোদয় সকল ওয়ার্ড সদস্যকে আহবান জানান। আর এ লক্ষ্যে সকল ওয়ার্ড সদস্য ভি.জি.ডি এর নতুন তালিকা সুষ্ঠভাবে প্রণয়ন এর জন্য, যাদের বয়স ১৮-৩৬ বছর তাদের অগ্রাধিকার নামের তালিকা প্রণয়ন পূর্বক অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্রাদি দাখিলের জন্য সম্মতি জানান।

০৩

জানুয়ারী/২০১৩

অডিট প্রতিবেদন দাখিল প্রসঙ্গে।

সভাপতি সাহেব জানান অত্র ইউনিয়নের অডিট কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় বা পূর্ববর্তী চেয়ারম্যান ও সচিব আমাদের নিকট বুঝাইয়া না দেওয়ায় অডিট কার্যক্রম পরিচালনার জন্য বেগ পেতে হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই পরবর্তী কাজ ও দলিলপত্র যাতে সঠিকভাবে  লিপিবদ্ধ থাকে সে বিষয়ে সচিব সাহেব কে নির্দেশনা প্রদান করেন।

০৪

ফেব্রুয়ারী/২০১৩

একুশে ফেব্রুয়ারীর পালনের পূর্ব প্রস্ত্ততি প্রসঙ্গে।

একুশে ফেব্রুয়ারী সুষ্ঠভাবে পালনের জন্য সকল ইউপি সদস্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং এ দিনে কোন ধরনের নাশকতা মূলক ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকার জন্য বলেন।

০৫

মার্চ/২০১৩

ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন প্রসঙ্গে।

দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই ইউনিয়নে জনগণের মাঝে সচেনতা সৃষ্টির জন্য প্রতিটি ওয়ার্ডে জনসাধারণকে নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ইউপি সদস্যরা কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করবে বলে জানান।

০৬

এপ্রিল/২০১৩

দুর্যোগ পূর্ব প্রস্ত্ততি ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয় সম্পর্কে আলোচনা।

বাংলাদেশ একটি দুর্যোগ কবলিত দেশ। বার টি মাসের মধ্যে বৈশাখ মাস অন্যতম। এ সময় কাল বৈশাখী তান্তব শুরু হয়। বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। জনগণের মাঝে পূর্ব প্রস্ত্ততি/সচেনতার জন্য প্রয়োজনে মাইকিং করা। প্রাকৃতিক বিপর্যয় যদি ঘটেই, তাহলে প্রথমে করণীয় হবে আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করা। ভি.ভি.সি কমিটির সাথে সমন্বয় করে কাজ করা। এবং প্রয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা।

০৭

মে/২০১৩

২০১২-১৩ অর্থ বছরের এল.জি.এস.পি-এল.আই.সি নিরীক্ষা প্রসঙ্গে।

নিরীক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে নিরীক্ষা প্রতিনিধিদের সার্বিক সহযোগীতা করা। এমনকি মাঠ পর্যায়ের কর্মকান্ড ও বিল ভাউচার, হিসাব নিকাশ পুনরায় যাচাইয়ের জন্য ইউপি সচিব ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া বিষয়টি W.D.C ও S.S.Cকমিটিকে অবহিত করা।

০৮

জুন/২০১৩

২নং চালিতাডাঙ্গা ইউপি’র কার্যক্রমের গতিশীলতা প্রসঙ্গে।

দীর্ঘ দিন ধরে অত্র ইউপি’র কার্যক্রম ভাড়া অফিসে চালানো হচ্ছে। অত্র ইউনিয়নে যে ইউপি কার্যালয় আছে তা অত্যন্ত জরাজীর্ণ। সংস্কারের কারনে কিছুটা উপযোগী হওয়ায় সপ্তাহে ২ দিন ইউপি’র নিজস্ব কার্যালয়ে অফিস পরিচালনার জন্য সবাইকে অবগত করেন। এতে ইউপি’র কার্যক্রম আর গতিশীল হবে।