অত্র ইউনিয়নের প্রধান যাতয়াত ব্যবস্থা হলো সড়ক পথ।
ঢাকা হতে সিরাজগঞ্জ আসতে হলে প্রথমে মহাখালী বা গাবতলী বাসষ্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে বাসে চড়ে সিরাজগঞ্জ শহরে নামতে হবে।
সিরাজগঞ্জ হয়ে- উত্তরবঙ্গ হতে বাসে চড়ে সিরাজগঞ্জে নেমে উপরোক্ত নীল লেখা অনুসরন করে ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নে আসতে হবে।
বগুড়া হয়ে- বগুড়া হতে সিএনজি/বাসে করে ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নে আসতে হবে।
সিরাজগঞ্জ/বগুড়া থেকে বাস/সিএনজিতে আসলে অত্র ইউনিয়নের যে বাসষ্ট্যান্ড গুলো পাওয়া যাবে তা নিম্নে উল্লেখ করা হলো-
১। শিমুলদাইড় বাজার, ২। চালিতাডাঙ্গা বাজার।
শিমুলদাইড় বাজার/চালিতাডাঙ্গা বাজারে নেমে নছিমন বা রিক্সায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে বা ওয়ার্ডে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস