পরিষদটি কার্যালয়টি ১২ (বার) শতক জমির উপর অবস্থিত। ইউনিয়ন পরিষদটি আধা পাকা টিন সেড যুক্ত। এতে তিনটি কক্ষ রয়েছে। একটি কনফারেন্স রুম, অন্য দুটি সাধারন কাজের জন্য ব্যবহৃত হয। পরিষদ কার্যালয়টি অনেক পুরাতন। পরিষদটি চালিতাডাঙ্গা বাজারে অবস্থিত।
২নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসতে
সিরাজগঞ্জ শহর হতে (বাস হলে কাজিপুর বাসষ্ট্যান্ড, আর সিএনজিতে হলে কড়ি তলা সিএনজি ষ্টেশনে আসতে হবে) বাস/সিএনজি যোগে ২নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসা যায়।
সিরাজগঞ্জ থেকে বাসে উঠে সরাসরি চালিতাডাঙ্গা বাজারে নামতে হবে। বাসে ভাড়া নিবে ৩৫/৪০ টাকা।
আর সিএনজিতে ভাড়া নিবে ৪৫ টাকা। তবে সিএনজিতে আসলে মেঘাই বাজারে নেমে দিবে। সেখান থেকে বাস/নছিমনে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসা যায় (ভাড়া ৫ টাকা)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS