ইছামতি নদী চালিতাডাঙ্গা ইউনিয়নকে দু'ভাগে ভাগ করছে। ইছামতি নদীতে ব্রীজ নির্মাণ হওয়ার পূর্বে নদীর এক পাড় হতে অন্য পাড়ে আসার একমাত্র সম্বল ছিল নৌপথ। তবে ২০১২ সালে নদীতে ব্রীজ নির্মাণ হওয়ায় অত্র ইউনিয়নের জনগনের যাতয়াত ব্যবস্থা আরও সহজ হয়েছে।
এক নজের ব্রীজের তথ্য
বিবরণ | তথ্য |
কাজের নাম | সোনামুখী জিসি হতে ভানুডাঙ্গা জিসি রাস্তায় ৩২৫০ মিঃ চেইঃ উপরে ইছামতি নদীর উপরে ১০০ মিঃ দৈর্ঘ্য আরসিসি ব্রীজ নির্মাণ। |
প্রকল্পের নাম | স্টীল ব্রীজ প্রকল্প (৩য় পর্যায়)। |
অর্থ বছর | ২০০৯-১০ |
চুক্তি মূল্য টাকা | ২,৩৪,০৯,২২০.০০ |
কার্যদেশের তারিখ | ২৪-০১-২০১০ |
কাজ আরম্ভের তারিখ | ০৫-০১-২০১০ |
কাজ সমাপ্তির তারিখ | ০১-১২-২০১২ |
বাস্তবায়নে | এল.জি.ই.ডি-সিরাজগঞ্জ |
ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম | এইচ ডি কনষ্ট্রাকশন (জেভি) সিরাজগঞ্জ। প্রোঃ আলহাজ্ব কে.এম হোসেন আলী হাসান, দত্তবাড়ী রোড, সিরাজগঞ্জ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS